রংপুর ব্যুরো: রংপুরে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মহানগর ও জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দুই এইচএসসি পরীক্ষার্থীসহ মোট ৮ শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত।
২ আগস্ট শুক্রবার রাতে কারামুক্ত হন এই ৮ শিক্ষার্থী। রাত সাড়ে ১১টায় আদালতের বিশেষ আদেশে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পায় ৮ কিশোর।
এর আগে রাত সাড়ে ৮ টায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ এম আহসানুল হক রানা তাদের জামিন মঞ্জুর করেন। পরে জামিন পেয়ে রাতেই কারাগার থেকে বেরিয়ে আসে ওই আট কিশোর শিক্ষার্থী।
জামিন প্রাপ্তরা হলেন, মাওবিন হাসান মুহিন, রাকিব হোসাইন, আব্দুল্লা ইবনে জুবায়ের, মো. মাহিন, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান। আরও শিক্ষার্থী দুইজন ৩ আগস্ট শনিবার মুক্ত হওয়ার কথা রয়েছে। শুক্রবার শিক্ষার্থীদের জামিনের আদেশ দেন রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক এফ এম আহসানুল হক।
শিক্ষার্থীদের পক্ষে জামিন শুনানি করা আইনজীবী শামীম আল মামুন বলেন, জামিন প্রাপ্তদের পক্ষে জামিননামা দাখিল করেছি। জামিননামা কারাগারে পৌঁছেছে। এরই মধ্যে ৮ শিক্ষার্থী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আশা করছি বাকি দুজন আজ কারামুক্ত হবে।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক বলেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সাপেক্ষে কারাগার থেকে গতকাল শুক্রবার রাত ১১টার পর আটজনকে মুক্তি দেয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available