• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:১০ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

৪ আগস্ট ২০২৪ দুপুর ১২:৫৮:৩৭

মুন্সীগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ শহরে থানারপুল চত্বরে আন্দোলনকারী, আওয়ামী লীগ ও পুলিশের সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা গেছে। হাসপাতাল পরিচালক আবু হেনা মোস্তফা জামাল জানান হাসপাতাল দুই জনের মৃতদেহ রয়েছে।

৪ আগস্ট রবিবার সকাল ১০টার দিকে শহরের থানারপুল এলাকায় অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনকারীরা জড়ো হলে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা করে।এ সময় বেশকয়েকজন ছাত্র জনতাকে নেতাকর্মীরা মারধর করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

এরপরপরই আন্দোলনকারীরা সেখানে পালটা হামলা চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সংবাদ সংগ্রহের সময় এনটিভি জেলা প্রতিনিধি মঈনুদ্দিন সুমন, যমুনা টিভি ক্যামেরা পারসন ও দীপ্ত টিভি জেলা প্রতিনিধি কায়সার সামিরসহ তিনজন সাংবাদিক আহত হয়।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই পরিস্থিতি চলমান থাকে। আন্দোলনকারীরা ৫/৬টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এছাড়া মোক্তারপুর এলাকায় আন্দোলনকারীদের সাথে ধাওয়া পালটা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামকে বারবার ফোন দেওয়া হয়। তবে তিনি রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। হাসপাতাল সূত্রে জানা যায়, আক্রমণ ও হামলায় নিহতদের মরদেহ দুটি হাসপাতালে রয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫