• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫১:৩২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

জয়পুরহাটে শিক্ষার্থী ও যুবলীগ নেতাসহ নিহত ২, আহত সাংবাদিকসহ দেড় শতাধিক

৫ আগস্ট ২০২৪ সকাল ০৯:০৬:২৭

জয়পুরহাটে শিক্ষার্থী ও যুবলীগ নেতাসহ নিহত ২, আহত সাংবাদিকসহ দেড় শতাধিক

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় জেলা শহর। ৪ আগস্ট রোববার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মেহেদী হাসান (২১) নামের এক শিক্ষার্থী ও জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি রফিকুজ্জামান রহিম (৫২) নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় শতাধিক।

নিহত মেহেদী হাসান (২১) পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা। আর রফিকুজ্জামান রহিম (৫২) জেলা আওয়ামী যুব লীগের সাবেক সহ-সভাপতি ও জয়পুরহাট পৌর এলাকার শেখপাড়া গ্রামের বাসিন্দা। জয়পুরহাট জেলা হাসপাতালে অবস্থার অবনতি ঘটলে বগুড়া নেওয়ার পথে তারা মারা যান।

কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাজনীন নাহার ডেইজি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পাঁচটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এ সময় দলীয় কার্যালয়ে থাকা স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ আওয়ামী লীগের ১৫ জনের বেশি নেতাকর্মী গুরুতর জখম হয়েছেন। এ ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড, ছরা গুলি ও টিয়ারশেল ছুঁড়ে। এতে সাংবাদিক, আন্দোলনকারীসহ শতাধিক আহত হয়েছেন।

এরপর আন্দোলনকারী সদর উপজেলা পরিষদের ভিতরে বিটিভির সাংবাদিক মো. মিজানুর রহমান মিন্টু ও জতীয় দৈনিক আমার বার্তার সাংবাদিক মো. নেওয়াজ মোর্শেদের ২টি এবং জনসাধারণের ১টি প্রাইভেট কারে অগ্নিসংযোগ করেছে। সেই সাথে সদর উপজেলার কয়েকটি কক্ষে অগ্নিসংযোগ করে ও মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে।

সেই সাথে সদর থানার সামনে আন্দোলনকারীরা গেলে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, ছররা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করে। এছাড়া আক্কেলপুর উপজেলার আওয়ামী লীগ অফিস, উপজেলা পরিষদের মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও আক্কেলপুর রেলওয়ে ষ্টেশনের কক্ষ ভাংচুরের খবর পাওয়া গেছে।

৪ আগস্ট রোববার দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থমথমে ছিল জেলা শহর। এর আগে পূর্বঘোষিত সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা নতুনহাটে জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তারা অসহযোগ আন্দোলনের মিছিলসহ প্রধান সড়ক হয়ে জিরো পয়েন্টে যান। সেখানে দুপুর ১২টা থেকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় সংঘর্ষ চলে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০