আরিফ খান আবির, গাজীপুর প্রতিনিধি: ঈদকে সামনে রেখে গাজীপুরে জাল টাকা সরবরাহ চক্রের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ। জাল টাকা ক্রয়-বিক্রয়ের সময় এমন একটি চক্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
২৮ মার্চ মঙ্গলবার সকালে গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহিম খান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সালনা এলাকায় অভিযান চালিয়ে মাজাহরুল ও সবুজ নামের ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের হাতে থাকা শপিং ব্যাগ ও লুঙ্গির ভাঁজে জাল টাকার ৫টি বান্ডিল পাওয়া যায়। এরমধ্যে ভারতীয় ৩ লাখ ৪৪ হাজার জাল রুপি এবং বাংলাদেশি ৬ লাখ ৯২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার বাহাদুরপুর শিকদারবাড়ী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খোরশেদ আলম (গিট্টু) ও সালেক নামের আরও ২ সহযোগীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
দুপুরে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) আবু তোরাপ হোসেন মো. শামসুর রহমান, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মুহাম্মদ রেজওয়ানসহ পুলিশ কর্মকর্তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available