স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের হল রুমে বিএনপির নেতাকর্মীদের সাথে গণমাধ্যম কর্মীদের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । ৬ আগস্ট মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বিভিন্ন তথ্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু।
সংবাদ সম্মেলনে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন সময়ে বিএনপি নেতা কর্মীদের উপর বিভিন্ন ঘটনা তুলে ধরে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু জানান, অনেক আত্মত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছে সেটাকে আমাদের ধরে রাখতে হবে। এ বিজয় নিয়ে যেন কোনো অপতৎপরতা করা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি আরও জানান, স্বাধীনতার পরে এত বড় বিজয় বাংলাদেশের লোকজন দেখেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশ দেশে যেন কোনোরকম বিশৃঙ্খলা পরিবেশ তৈরি না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইচ্ছা, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি ও আফজাল হোসেন খান পলাশ। এতে ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুলের সঞ্চালনায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সদস্য বৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকেল চারটা সময় শহরের ময়েজ মঞ্জিলে কোটা আন্দোলনে ছাত্র জনতাসহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে শহিদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ঢাকা উত্তরের মহিলা দলের আহ্বায়ক চৌধুরি নায়াব ইউসুফ।
এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়। আমাদের আওয়ামী লীগের মতো আচরণ করলে চলবে না। আমাদের আশেপাশের সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষা করতে হবে। কেউ যাতে তাদের কোনো ক্ষতি না করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও জানান তিনি।
মহানগর বিএনপির আহ্বায়ক একে কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কোতোয়ালি থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রবসহ নেতাকর্মীরা। পরে কোটা আন্দোলনে ছাত্র জনতাসহ বিএনপির নেতাকর্মীদের মৃত্যুতে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available