কুমিল্লা প্রতিনিধি: দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সাধারণ ছাত্ররা। ৭ আগস্ট বুধবার সাধারণ শিক্ষার্থীদের দেওয়া এক আবেদনপত্রে এ বিষয়ে সহমত পোষণ করেছেন ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খানের নিকট ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়ে একটি আবেদনপত্র জমা দেওয়া হয়। এ সময় ওই আবেদন পত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, ‘আজ ৭ আগস্ট থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে কোন প্রকার ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রশিবির, ছাত্রদলসহ অন্য যেকোনো অঙ্গ সংগঠনের সাথে) ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো। কোনো প্রকার রাজনৈতিক কার্যকলাপ কলেজে থাকবে না। কলেজের শিক্ষার্থীরা যদি কোনোভাবে এইসব দলের দ্বারা হয়রানির শিকার হয় তাহলে তার দায় নেবে কলেজ প্রশাসন। সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। কলেজ থেকে সকল প্রকার পলিটিক্যাল রুম বিলুপ্তি ঘোষণা করতে হবে।’
পরে আবেদন পত্রটি কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খানের নিকট জমা দিলে তিনি সেটাতে সম্মতি প্রদান করে স্বাক্ষর করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে সাধারণ শিক্ষার্থীদের বেশ কয়েকজন বলেন, আমরা বহু বছর ধরে কলেজে বিভিন্ন রাজনৈতিক হয়রানির শিকার হয়ে আসছি। আমাদেরকে ক্লাস চলাকালীনও রাজনৈতিক মিছিল কিংবা মিটিংয়ে ডেকে নিতো বড় ভাইয়েরা। না যেতে চাইলে আমাদেরকে হেনস্তার শিকার হতে হতো। আমরা চাই না কলেজে আর এই ধরনের রাজনীতি থাকুক। আমাদের ক্যাম্পাস থাকবে সম্পূর্ণ রাজনীতি মুক্ত।
এ বিষয়ে জানতে চাইলে কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান বলেন, শিক্ষার্থীরা একটি আবেদন পত্র নিয়ে এসেছে এ বিষয়ে। আমি তাদেরকে বুঝিয়েছি যে এটা প্রজ্ঞাপন জারি হবে মন্ত্রণালয় থেকে। আমি কোনো প্রজ্ঞাপন জারি করতে পারবো না। তারা বলেছে আমাকে সম্মতি দিতে, তারা সেটা মন্ত্রণালয়ে জমা দেবে। তাই আমি এতে সম্মতি প্রদান করে স্বাক্ষর দিয়েছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available