• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

নবাবগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে স্কাউট সদস্যরা

৭ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৪০:৫৯

নবাবগঞ্জে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে স্কাউট সদস্যরা

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে মাঠে নেমেছে শিক্ষার্থী ও স্কাউট সদস্যরা। সরকার পতনের পর চলমান অস্থিরতায় থানায় পুলিশ না থাকায় যানজট নিরসনে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে এমন উদ্যোগ নিয়েছে দোহার-নবাবগঞ্জ কলেজ ও কায়কোবাদ স্কাউট গ্রুপের সদস্যরা। সড়কে থাকা ইটপাটকেল লাঠিসোঁটা ও অনান্য ময়লা আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে দেখা গেছে স্কাউট সদস্য ও শিক্ষার্থীদের।

৭ আগস্ট বুধবার সকাল সাড়ে ৯টা থেকে কায়কোবাদ চত্বর এলাকায় তাদেরকে ট্রাফিকের সংকেতে দায়িত্ব পালন করতে দেখা যায়। যদিও নবাবগঞ্জের ব্যস্ততম এলাকা হিসেবে কায়কোবাদ চত্বর সবার কাছে বেশ পরিচিত। এই গরমে সড়কে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করায় শিক্ষার্থী ও স্কাউট সদস্যদের ধন্যবাদ জানিয়েছে গাড়িচালকসহ পথচারীরা।

এছাড়া শহীদমিনার, থানা প্রাঙ্গণ, উপজেলা চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতার কাজ করতে দেখা যায়। বিশেষ করে নবাবগঞ্জ থানার প্রধান ফটকে ভাঙচুরের বিভিন্ন জিনিসপত্র ও গাড়ির গ্যাস পরিষ্কার করেন তারা।

স্বেচ্ছাশ্রমে এমন উদ্যোগের বিষয়ে স্কাউট সদস্য শেখ রায়হান এশিয়ান টিভি অনলাইনকে বলেন, ‘জনগণের চলাচলের কথা চিন্তা করে স্বেচ্ছায় এমন কাজে অংশ নিয়েছে স্কাউট সদস্যসহ শিক্ষার্থীরা। নবাবগঞ্জ চৌরাস্তা এলাকা সবসময় যানজট লেগে থাকে। গাড়িচালক ও পথচারীদের যেন চলাচলে ভোগান্তি না হয় সেজন্য দুই শিফটে ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে দায়িত্বপালন চলছে। সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত একটি টিম এবং দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত একটি ট্রাফিকের কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫