খুলনা প্রতিনিধি: আন্দোলন চলাকালে গ্রেফতার ২৬১ রাজবন্দি গতকাল মঙ্গলবার খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে রয়েছেন সাধারণ ছাত্র, বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। তবে জামিননামা পৌঁছাতে দেরি করায় একজন ছাত্রসহ ২২ জন গতকাল মুক্তি পাননি।
জানা গেছে, গত এক মাসে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৬৪ জন এবং জেলা বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মী গ্রেফতার হন। বাকিরা জামায়াত-ছাত্র শিবির এবং নিরীহ ছাত্র। সোমবার বঙ্গভবনে বৈঠক শেষে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন নিরীহ রাজবন্দির মুক্তির দেন।
গতকাল মঙ্গলবার আদালতপাড়ায় গিয়ে দেখা গেছে, জামিন আবেদন করলেই আদালত তা গ্রহণ করছেন। দুপুরের মধ্যে আড়াই শতাধিক নেতাকর্মীর জামিন হয়ে যায়। বিকালে তারা মুক্তি পান।
মুক্তি পাওয়া বিএনপি নেতাদের মধ্যে রয়েছেন খুলনা জেলা কারাগার মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হোসেন, ছাত্রদল আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতি, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শেখ জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রশিবিরের সাবেক স ম এনামুল হক, মোকাররম বিল্লাহ আনসারি প্রমুখ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available