• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মাধবদীতে মন্দির থেকে নেওয়া চাঁদার টাকা উদ্ধার

৮ আগস্ট ২০২৪ সকাল ১০:১৯:৩৫

মাধবদীতে মন্দির থেকে নেওয়া চাঁদার টাকা উদ্ধার

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার মাধবদীর কদমতোলা পুরানচরের শ্রী কৃষ্ণ আশ্রম থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে পাইকারচর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. শফি উদ্দিনের ভাতিজা মো. সোহেলের বিরুদ্ধে। সোহেল নরসিংদী সদর উপজেলার উত্তর চর ভাসানিয়ার পাঁচআনি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও পাইকারচর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. শফি উদ্দিনের ভাতিজা।

সরেজমিনে গেলে শ্রী কৃষ্ণ আশ্রমের পরিচালক জয় রাম সাধু জানান, গতকাল সকালে প্রথমে ২ কোটি, পরে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে সোহেল ও তার সাথে থাকা ১০/১৫ জন লোক। অন্যথায় আশ্রম ভাঙচুর করবে ও আগুন লাগিয়ে দেবে বলে হুমকি দেয়। পরে কোন উপায় না দেখে ভয়ে শ্রী কৃষ্ণ আশ্রমের পরিচালক জয় রাম সাধু ও তার সহযোগী একজন শিক্ষক ৪৮ হাজার টাকা দিতে বাধ্য হয়।

ঘটনাটি জানাজানি হলে নরসিংদী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, পাইকারচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল ইসলাম, পাইকারচর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূইয়াসহ বেশ কয়েকজন পাইকারচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, আমাদেরকে নরসিংদী সদর উপজেলার সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন সাহেব ফোন করে জানান যে কে বা কাহারা আশ্রম থেকে চাঁদা আদায় করেছে। পরে আমরা খবর নিয়ে দেখি উত্তর চর ভাসানিয়ার পাঁচআনি গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে ও পাইকারচর ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. শফি উদ্দিনের ভাতিজা সোহেল ৪৮ হাজার টাকা চাঁদা আদায় করেছে।

পরে সোহেলকে না পেয়ে তার বাবাকে ঘটনা জানালে ঘটনার সত্যতা পেয়ে সোহেলের ভাইয়ের মাধ্যমে ৪৮ হাজার টাকা ফেরত পাঠায় তার বাবা। এই টাকা আপনাদের সামনেই আশ্রমের পরিচালক জয় রাম সাধুর হাতে তুলে দিয়েছি।  তারা আরো বলেন, এই দলটি শুধু এখানেই নয় অনেক স্থানেই এমন অত্যাচার করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০