• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

৮ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:১১:০৮

গাংনীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে কালু মেম্বার ও এনামুল হক পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এনামুল হক পক্ষের নাহারুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

৬ আগস্ট মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার বাওট গ্রামের মধ্যপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাহারুল ইসলাম ব‌াওট গ্রা‌মের মৃত মহিরউদ্দিন কুরু বিশ্বাসের ছেলে।

আহতরা হলেন- মৃত মহিরউদ্দিন কুরু এর ছেলে যথাক্রমে আয়নাল হক (৬০), আব্দাল হক (৫৮), মনিরুল ইসলাম (৫৫), এনামুল হক (৫০), মনিরুল ইসলামের ছেলে টোকন (৪২), আয়নাল হকের ছেলে মুকুল (৩২), টোকনের ছেলে রিঙ্কু (২৫) ও এনামুল হকের ছেলে সিয়াম (১৭)।

নিহত নাহারুল ইসলামের সহোদর ভাই বাওট বাধাগ্রস্ত বিদ্যালয়ের পরিচালক আহত এনামুল হক জানান, আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যরা বিএনপির সমর্থক। বাওট গ্রামের কালু মেম্বরও বিএনপির সাথে সম্পৃক্ত। ৫ আগস্ট সোমবার আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে ৬ আগস্ট মঙ্গলবার সকাল ৯টার দিকে কালু মেম্বার ও হামিদের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি সঙ্গবদ্ধদল স্থানীয় মটমুড়া ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্রের কর্মচারী মহিদুল ইসলামের বাড়িতে ভাঙচুর চালায়।

আমি ও আমার পরিবারের লোকজন সেটা প্রতিহত করার চেষ্টা করলে তারা পিছু হটে। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়ে আরো সংঘবদ্ধ হয়ে রাত ৯টার সময় ১০০-১৫০ জন লোক নিয়ে বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র হাসুয়া, লোহার রড, সাবল, লোহার জেআই পাইপ দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা করে। এ সময় তিনি নিজে, তার সহোদর ভাই নাহারুল ইসলামসহ আরো ৮ জন গুরুতর জখম হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নাহারুলের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পরপরই একাধিকবার পুলিশ ও সেনাবাহিনীকে ঘটনাটি জানালেও কোন বাহিনীর সদস্য বা কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেননি বলেও জানান বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয়ের পরিচালক এনামুল হক। তিনি আরো জানান, গাংনী থানা পুলিশের এসআই সুফল জানিয়েছেন পুলিশদের কর্মবিরতি চলছে তাই ঘটনাস্থলে যাওয়া সম্ভব নয়। তবে ওই পুলিশ কর্মকর্তার পরামর্শে আমার ভাইয়ের মরদেহ রাত একটার দিকে গাংনী থানায় রেখে এসেছি। পরের দিন ৭ আগস্ট বুধবার ময়নাতদন্তে শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করেন পুলিশ।

এনামুল হক ও তার পরিবারের অন্যান্য সদস্যরা এ হামলা ও হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

অন্যদিকে বাওট গ্রামের সাবেক মেম্বার কালুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০