বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে পরিষদ সভাকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া ক্যাপ্টেন (সেনা সদস্য) আজিজুল হক অনিক।
এসময় তিনি বলেন, বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, যারা সরকারি সম্পদ ও জনগণের যানমালা লুটপাট করবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল ওহাব, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল করিম, জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ছাত্র সমাজের সাব্বির, ছাত্র শিবির সোহান ইসলাম সোহান, বুলবুল ইসলাম, শিক্ষার্থী সাব্বির হোসেন, সোহেল রানা প্রমুখ।
প্রসঙ্গত: প্রশাসনের প্রতি আস্থা ফিরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দলের রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available