মাসুম লুমেন, স্টাফ রিপোর্টার (গাইবান্ধা) : গাইবান্ধা জেনারেল হাসপাতাল, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ করে চিকিৎসা সেবার মান উন্নত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
২৮ মার্চ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
এতে আমিনুল ইসলাম গোলাপের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রণব চৌধুরী খোকন, জেলা বাম জোটের আহ্বায়ক গোলাম রব্বানী, কৃষক নেতা অ্যাড. মোস্তফা অনিরুজামান, নারী নেত্রী নিলুফা ইয়াসমিন শিল্পী সহ অন্যরা।
বক্তারা, গাইবান্ধা জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে সেবার মান উন্নয়ন, স্বাস্থ্যসম্মত টয়লেট, বাথরুম, বিছানা, ওয়ার্ডের মেঝে নিশ্চিতকরণের দাবি জানান। অপারেশন কার্যক্রম এক্সরে ই সি জি সহ সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা সর্বক্ষণ চালু রাখা ছাড়াও হাসপাতাল গুলোতে অনিয়ম দুর্নীতি অব্যবস্থাপনা দূর করে সর্বোত্তম সেবার মান নিশ্চিতকরণের দাবিও জানান তারা। মানববন্ধন শেষে সিভিল সার্জনের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আয়োজকরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available