আশুলিয়া প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকেই সারাদেশের মতো শিল্পাঞ্চল আশুলিয়ায় উল্লাসে মেতে উঠে ছাত্র-জনতা। রাষ্ট্র ও সমাজ সংস্কারের অংশ হিসেবে শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানের ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছে শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন পোশাক কারখানার নিরাপত্তা দিতেও তারা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কারখানার সামনে অবস্থান নিয়েছে।
৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন আলহাজ্ব আব্দুল মান্নান ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষিকাগণ বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করেন, পরে অত্র কলেজের উন্মুক্ত মঞ্চের নামকরণ করা হয় শহীদ মীর মুগ্ধ উন্মুক্ত মঞ্চ।
এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুকুল ও সোহাগ বক্তব্যে বলেন, গুজবে কান না দিয়ে দেশ মেরামতের সহযোগিতা করতে হবে ও আইনে সুশাসন নিশ্চিত করতে হবে। সেই সাথে আজীবনের জন্য ছাত্রলীগের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ভেঙ্গে দিয়ে সৎ এবং শিক্ষিতদের সুযোগ দিতে হবে বলেও জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available