• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:১০:২৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

৯ আগস্ট ২০২৪ সকাল ০৮:৩৮:৩২

কুমিল্লায় যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় পুলিশ ও ট্রাফিক পুলিশের কর্মবিরতির কারণে নগরীর বিভিন্ন সড়কে তীব্র যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তবে এই যানজট নিরসনে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের ভূমিকায় দেখা গেছে শিক্ষার্থীদের।

৮ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে নগরীর কান্দিরপার, রাজগঞ্জ, চকবাজার, মোগলটুলি ফৌজদারি, পুলিশ লাইনস, শাসনগাছা, সালাউদ্দিন মোড়, টমচমব্রীজ, পদুয়ার বাজারসহ নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিকের দায়িত্বে ছিলেন বিভিন্ন কলেজের শিক্ষার্থী। তারা রোদ, বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরসনে কাজ করছেন।

এ সময় দায়িত্বরত শিক্ষার্থীরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের থামিয়ে তাদের হেলমেট পরে মোটরসাইকেল চালানো এবং সিরিয়াল মানতে অনুরোধ করেন।

কান্দিরপার থেকে পদুয়ার বাজার যাওয়া যাত্রী আনোয়ার ইসলাম বলেন, ছাত্রছাত্রীদের এমন ভূমিকায় সত্যিই মুগ্ধ হয়েছি। রাস্তায় অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে। বিগত দিনে ট্রাফিক পুলিশরা বেতন নিয়েও যা পারে নাই তা শিক্ষার্থীরা স্বেচ্ছায় করে দেখিয়ে দিয়েছে।

টমচমব্রীজ স্থানে দায়িত্ব পালনকারী শিক্ষার্থী তানভীর হোসেন বলেন, আমাদের দেশ আমরা নতুন করে সাজাতে চাই। যতদিন ট্রাফিক পুলিশ কাজে না ফিরবে ততদিন আমরা নগরীর রাস্তা গুলোতে যানজট নিরসনে কাজ করব এবং মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করে যাবো।

বিডি ক্লিন কুমিল্লার শাহ আরেফিন ও আইটি অ্যান্ড মিডিয়ার দায়িত্বে থাকা উপ-সমন্বয়ক বলেন, ছাত্রদের এই দেশ সংস্কারের আয়োজন যতদিন পর্যন্ত শেষ না হয় ততদিন পর্যন্ত আমাদের এই কাজ চলমান থাকবে। ছাত্র-ছাত্রীদের সাথে সমন্বয় করে আমাদের বেশ কয়েকটি ইউনিট মাঠে কাজ করছে কেউ ট্রাফিকের দায়িত্বে কেউ বাজার মনিটরিং করছে যেনো দ্রব্যমূল্যে দাম নিয়ন্ত্রণ থাকে। আমাদের এই কাজ চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা পথচারী থেকে শুরু করে চালকসহ অন্যান্য সকলে সহযোগিতা কামনা করছি যেনো আমরা আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে পারি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫