• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:২৫ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল

৯ আগস্ট ২০২৪ সকাল ১১:৫৫:০৭

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বেড়ায় বিক্ষোভ মিছিল

বেড়া (পাবনা) প্রতিনিধি: দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পাবনার বেড়ায় বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

৮ আগস্ট বৃহস্পতিবার বিকেলে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় নেতৃত্ব দেন পাবনা কাশিনাথপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল আলিম খান।

এ সময় উপস্থিত ছিলেন নাটিয়াবাড়ী ধোবাকোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা উজ্জ্বল, নগরবাড়ী মডেল স্কুলের সহকারী শিক্ষক মোহাম্মদ আল মনসুর, নাটিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, আজিজুল হক লাভলু, রাশিদা আফরোজ রুমি, পাবনা সরকারি মহিলা কলেজের  শিক্ষার্থী মেহেরুন্নেসা, ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. শাহানুর হোসেন সামি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেড়া উপজেলার সমন্বয়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম ও মোহাম্মদ মারুফ খান মুন্না।

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সচেতন ব্যক্তিবর্গ ও বৈষম্য  ছাত্র আন্দোলনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বিক্ষোভ মিছিলটি নাটিয়াবাড়ি স্কুল এন্ড কলেজের মাঠ থেকে শুরু হয়ে নগরবাড়ী ঘাট এবং নাটিয়াবাড়ীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরবাড়ীর টিক্কা বাজার এসেছে হয়।

এ সময় দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। তারা দাবি করেন, দেশকে অস্থিতিশীল করতে কিছু দুষ্কৃতিকারী বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। তাই, ছাত্র সমাজকে সজাগ থেকে সকল ধরনের অপরাধ প্রতিহত করার আহ্বান জানান তারা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫