• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫৩:৫৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিদ্ধিরগঞ্জে ডাকাতি করতে গিয়ে আটক ৫

৯ আগস্ট ২০২৪ দুপুর ১২:৫০:৩৬

সিদ্ধিরগঞ্জে ডাকাতি করতে গিয়ে আটক ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রাত হলেই যেন বাড়ে ডাকাতির আতঙ্ক। তাই বিভিন্ন এলাকায় রাত হলেই পাহারা বসায় সিদ্ধিরগঞ্জবাসী। অস্ত্রসহ বেশ কয়েকজনকে আটক করে সেনাবাহিনীর কাছে ও র‍্যাব ১১ এর কাছে হস্তান্তর করেছে ছাত্র-জনতা ও এলাকাবাসী। এলাকাভিত্তিক পাহারা বসিয়ে রাতভর চলেছে ডাকাত প্রতিহতের চেষ্টা। আতঙ্ক ছড়িয়ে পড়লে করা হয়েছে মাইকিংও। ডাকাতির খবর পেলে এলাকাবাসী ফোন করছে সেনাবাহিনী, র‍্যাব ও বিজিবিকে।

৮ আগস্ট বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সিদ্ধিরগঞ্জের ৪ নম্বর ওয়ার্ডের আটি গ্রাম ও ভূমি পল্লী এলাকায় ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকায়, মিজমিজি এলাকায়, ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসব এলাকায় মসজিদে মাইকিং হয়েছে, সবাইকে সতর্ক করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ আটি ওয়াপদা এলাকায়, আটি গ্রাম এলাকায়, হিরাজিল এলাকায়, মিজমিজি এলাকায় ডাকাতের আগমনে মসজিদের মাইক থেকে সাবধান করা হয়েছে। সিদ্ধিরগঞ্জে ডাকাতি করতে গিয়ে ৫ জন আটকের খবর পাওয়া গেছে। সিদ্ধিরগঞ্জ আটি থেকে একজন ও হিরাঝিল থেকে তিনজন মিজমিজি থেকে একজন ডাকাতকে আটক করেছে স্থানীয়রা। এরই মধ্যে বেশকিছু ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ডাকাত প্রতিরোধে হিরাঝিল এলাকাবাসীও অন্তত একশো’ মানুষ বাঁশি বাজিয়ে মিছিল করেছে। রাতভর আতঙ্ক দেখা যায় সেখানে। ডাকাতির খবর পাওয়া গেছে। ভূমি পল্লী এলাকায় ডাকাত ধরতে এলাকাবাসী রাস্তায় নেমে যায়। একসঙ্গে দেয় পাহারা।

উল্লেখ্য, ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর বিভিন্ন থানায় হামলার ঘটনা হয়েছে। লুট হয়েছে পুলিশের অস্ত্র। এই পরিস্থিতিতে পুলিশের অনুপস্থিতিতে গত তিন রাত ডাকাত আতঙ্কে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় টিম গঠন করে পাহারা দিচ্ছে এলাকাবাসী। মোড়ে মোড়ে লাঠি ও বাঁশি হাতে ডাকাতদের প্রতিহত করতে মাঠে নামতে দেখা যাচ্ছে তাদের।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫