রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদবাজি করতে গেলে রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. সালফারাস (২৭) কে এলাকাবাসীর সহায়তা আটক করেছে সেনাবাহিনী।
৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাসের নেতৃত্বে কয়েকজন উপজেলার টেকনদ্দা এলাকার ব্যবসায়ী জজ মিয়ার বাড়িতে চাঁদাবাজি করতে গেলে স্থানীয় এলাকাবাসী তাদের বাধা দেন। এ সময় তারা স্থানীয়দের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানা গেছে।
ভুক্তভোগী জজ মিয়া জানান, ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এডভোকেট তৈমুর আলম খন্দকারের সমর্থক রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সালফারাসের নেতৃত্বে আমার অফিসে হামলা চালিয়ে লুটপাট করে। পরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের চাপে লুট করা মালামাল ফেরত দেয় সালফারাস।’
তিনি আরও জানান, ‘ওই ঘটনার পর সালফারাস একটি অফিস নির্মাণে জন্য আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। আর দাবিকৃত চাঁদা আদায় করতে একদল সন্ত্রাসী নিয়ে শুক্রবার সন্ধ্যায় আমার বাড়িতে হামলা চালায়। এ সয়ম স্থানীয় বাসিন্দারা হামলাকারীদের প্রতিরোধ করতে গেলে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরে সেনাবাহিনীকে খবর দিলে ঘটনাস্থল এসে সালফারাসকে আটক করেন তারা।‘
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সেনা কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স জানান, ‘ব্যক্তির দায় সংগঠন নেবে না। যদি সালফারাস দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available