• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৩৫:২৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বীরগঞ্জে যানজটে নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

১০ আগস্ট ২০২৪ সকাল ১০:২০:৫৭

বীরগঞ্জে যানজটে নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শেখ হাসিনার সরকার পতনের পর পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে যাওয়ায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় ট্র্যাফিক ব্যবস্থার। আর এ ব্যবস্থা স্বাভাবিক করতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ।

৯ আগস্ট শুক্রবার রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে এ উপজেলার স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বীরগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে। রাস্তায় যথেষ্ট যানবাহন চোখে পড়ে। বাস থেকে শুরু করে সব ধরনের যানবাহনই রাস্তায় চলাচল করতে শুরু করেছে।

তারই ধারাবাহিকতায় বিজয় চত্বর, তাজমহল মোড়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে যানজট নিরসনে কাজ করছে শিক্ষার্থীরা। এতে রাস্তায় শৃঙ্খলার পাশাপাশি জন জীবনে স্বস্তি ফিরে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই নানা স্থানে অগ্নিসংযোগ করেছে উত্তেজিত জনতা। পুলিশের সাথে সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটে। বীরগঞ্জে কোনো ট্র্যাফিক পুলিশ চোখে পরেনি। ফলে স্কুল কলেজ মাদ্রাসার তরুণ ছাত্র ছাত্রী ও সাধারণ মানুষ নিজের কাঁধে তুলে নিয়েছে দায়িত্ব।

ছাত্র ছাত্রীরা অনেকটা অভিজ্ঞ ট্রাফিকের মতোই হাতনেড়ে যানবাহনগুলোকে সংকেত দিচ্ছেন। ফলে ট্র্যাফিক নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করছে এসব শিক্ষার্থীরা। বীরগঞ্জ ছাড়াও জেলার প্রতিটি উপজেলাসহ সারা দেশে এ দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫