• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৬:২৩ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন

১০ আগস্ট ২০২৪ সকাল ১০:৫২:১৪

সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর ভুয়া পরিচয় দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড, লুটপাট ও সহিংসতা বন্ধের দাবিতে বরগুনার তালতলীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় তালতলী শ্রমিক ইউনিয়নে সংবাদ সম্মেলন করেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা।

এ সময় লিখিত বক্তব্যের শুরুতে তালতলী সরকারি কলেজের সহ সমন্বয়ক মো.আতাউর রহমান, স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে নিহত বীর শহিদ ও আহতদের স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর লিখিত বক্তব্যে তারা বলেন, এই বিজয় সব শহিদদের, আহত ও জনসাধারণের জন্য উৎসর্গ করছি। সেই সাথে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং নিহত পরিবারকে সার্বিক সহযোগিতা ও সাধ্যমতো চাকরি দেওয়ার প্রতিজ্ঞা করছি।

তালতলীর সাধারণ মানুষ যারা ভয়াল রাতগুলোতে আমাদের আশ্রয় দিয়েছিল, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা দেখেছি বিজয়ের সঙ্গে সঙ্গে একদল কুচক্রী স্বার্থান্বেষী মহল বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানে সন্ত্রাস, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটাচ্ছে।

কোথাও কোথাও চাঁদাবাজি করার চেষ্টা চালাচ্ছে। যাদের সঙ্গে আন্দোলনকারী কোনও ছাত্রের সংশ্লিষ্টতা নেই। ছাত্রলীগের বাধা ও হামলার মুখে অনেকে সরে গেলেও সব বাধা উপেক্ষা করে আমরা সরকারের পতন হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাই।

দেশ গঠনের জন্য বৈষম্যবিরোধী কেন্দ্রীয় ও সিনিয়র সমন্বয়কদের পরামর্শ এবং দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে । এ অবস্থায় দেশের সম্পদ রক্ষা ও শান্তি ফেরাতে এ সব কর্মকাণ্ড বন্ধের দাবি জানানো হয়।

এ সময় আরও বক্তব্য দেন, সমন্বয়ক উপদেষ্টা মো. বশির উদ্দিন, আনিচুর রহমান, সমন্বয়ক হাসিবুল হাসান, সহ-সমন্বয়ক জহিরুল ইসলাম অমি, ইব্রাহিম, আমানুল্লাহ আমান, মোসা. জান্নাত, মো. গোলাম রব্বানী, মো. বাকীবিল্লাহ মো. মহিবুল্লাহ, মো. শাকিব সহ অন্যরা। সংবাদ সম্মেলনে তালতলী উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করা সকলের তথ্য যাচাই-বাছাই করে গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০