• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৬:৩১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মৌলভীবাজারে মন্দিরে মন্দিরে সেনা টহল, কাটছে আতঙ্ক

১১ আগস্ট ২০২৪ সকাল ০৯:৩৪:২৬

মৌলভীবাজারে মন্দিরে মন্দিরে সেনা টহল, কাটছে আতঙ্ক

মৌলভীবাজার প্রতিনিধি: তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন থেকে মৌলভীবাজারের সব উপজেলার হিন্দু সম্প্রদায়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ালেও ধীরে ধীরে তা কেটে যেতে শুরু করেছে।

জেলা শহরসহ সব উপজেলার ধর্মীয় প্রতিষ্ঠানসহ হিন্দু অধ্যুষিত এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে।

এ ছাড়াও শহরে নিরাপত্তার পাশাপাশি তারা পরিচ্ছন্নতা ও ট্রাফিকের দায়িত্বও পালন করছেন।

বৃহস্পতি ও শুক্রবার মন্দির পরিদর্শনে গিয়ে মেজর মেজবাউর রহমান বলেন, “আইনশৃঙ্খলার অবনতি যারাই ঘটাবে তাদের কঠোর হাতে দমন করা হবে।’

মধ্যরাতে  দূর্গাবাড়ি এলাকায় গিয়ে দেখা যায়, কয়েকজন সেনাসদস্য মন্দিরের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর স্বাগত দাস কিশোর চৌধুরী জানান, সেনাবাহিনীর একটি দল তাদের মন্দির পরিদর্শন করেছেন। এ ছাড়া এলাকায় নিয়মিত টহলসহ যেকোনো সমস্যায় তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি আরও জানান, থানায় কোনো পুলিশ সদস্য না থাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল ও মন্দির পরিদর্শনে এলাকায় স্বস্তি ফিরেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫