বেড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার বেড়ায় সড়কে ট্র্যাফিক কন্ট্রোল ও এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পলায়নের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক হয়ে পড়ে। কর্মবিরতিতে চলে যায় ট্র্যাফিক পুলিশের সকল সদস্য। এর প্রভাব পড়তে থাকে মহাসড়ক গুলোতেও।
তাই মহাসড়কের যানজট নিরসন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বেচ্ছায় রাস্তায় নামেন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
তারই ধারাবাহিকতায় ১১ আগস্ট রোববার সকাল হতেই বেড়া উপজেলার বৃহত্তর কাশিনাথপুর ফুলবাগান এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ট্র্যাফিক নিয়ন্ত্রণে কাজ শুরু করে ছাত্রদলের কর্মীরা। এতে নেতৃত্ব দেন পাবনা জেলা শাখা ও বেড়া উপজেলা শাখা ছাত্রদলের কার্যকারী সদস্য এম এস রাসেল।
এ সময় এস এম রাসেল বলেন, ছাত্রদল সবসময় জনগণের জন্যই কাজ করে। যে কোন দুর্যোগ দুর্দিনে আগামীতেও ইনশাআল্লাহ জনগণের পাশে থেকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করবে ছাত্রদল কর্মীরা।
উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের শাসনামলে একাধিকবার কারা বরণ করেন এবং বিভিন্ন নির্যাতনের শিকার হন ছাত্র নেতা এম এস রাসেল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available