• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫২:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৫২:৫৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

১১ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৫৫:৩০

সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে শিক্ষার্থীদের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। ৯ আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে স্থানীয় একটি হোটেল অ্যান্ড রিসোর্টে আয়োজিত মতবিনিময় সভায় শিক্ষার্থীরা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

সৈয়দপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. সাকিব হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থী আবিদুর রহমান আবিদ, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক ছাত্র শাহরিয়ার সরকার রিফাত, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের বর্তমান শিক্ষার্থী তৌহিদ মুক্তার ও তৌহিদ আল রাজী, আইসিএবির শিক্ষার্থী রওশন সাদিক শিফাত, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোবিন সরকার রাফি প্রমুখ।

শিক্ষার্থীরা বলেন, ছাত্রদের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলেও এ স্বাধীনতা বাংলাদেশের সব মানুষের। তবে এ আন্দোলনে শহিদদের ভুলে যেন না যাই। এ মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার। দেশের অন্যান্য জায়গার মতো এখানেই একটা অরাজকতা পরিস্থিতি চলছে এই জন্য শিক্ষার্থীরা আইন শৃঙ্খলা সাময়িক নিয়ন্ত্রণের জন্য ট্র্যাফিক ও বাজার মনিটরিংয়ের মতো কাজগুলোর দায়িত্ব পালন করছে। তবে আমরা চাই প্রশাসন ফিরে আসুক।

তারা আরও বলেন, এখন আমাদের চাওয়া সৈয়দপুরের উন্নয়ন। এজন্য সৈয়দপুরকে আমাদের ঢেলে সাজাতে হবে। সৈয়দপুরকে চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে হবে। এতে সকলের সহযোগিতা প্রয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫