টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, ইতোমধ্যে টাঙ্গাইলবাসীর দাবির পরিপ্রেক্ষিতে নাগরপুর-টাঙ্গাইল সড়কের এলাসিনে শামছুল হক সেতুর টোল উন্মুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বাজার কমিটির নেতাদের সাথে বসে সভা করে দ্রুততম সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনার ব্যবস্থা করবে।
১১ আগস্ট রোববার সংবাদ সম্মেলনে সমন্বয়করা বলেন, পুলিশ দায়িত্ব না নেওয়া পর্যন্ত পোশাকধারী শিক্ষার্থী তথা বিএনসিসি, স্কাউট, রেডক্রিসেন্টের কর্মী, ক্যাডেটের শিক্ষার্থী ও নির্ধারিত পোষাকধারীরা সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করবে। তবে কোনোভাবেই নির্ধারিত পোশাকধারী ব্যতীত কেউ সড়কে থাকবে না।
বক্তারা বলেন, কারও উপর অত্যাচার-নির্যাতন বা লুটপাটের জন্য আমাদের আন্দোলন নয়- জনসাধারণের জানমালের সুরক্ষা এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম, ইমরান কবির ও শাহাদত হোসেন সিয়াম। এ সময় মির্জা স্মরণ, ওবায়েদউল্লাহ্ ভূইয়া আলিফ ও সাকিব প্রমুখ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available