• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:০৪:৪৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আন্দোলনে শহীদদের স্মরণে নাঙ্গলকোটে মোমবাতি প্রজ্বলন

১২ আগস্ট ২০২৪ সকাল ০৮:০৪:৪৭

আন্দোলনে শহীদদের স্মরণে নাঙ্গলকোটে মোমবাতি প্রজ্বলন

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রাণ হারানো শহীদদের স্মরণে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন তারুণ্যের আলো ছাত্রসমাজ মাহিনী উচ্চবিদ্যালয়ে শহীদ মিনারে রোববার রাতে মোমবাতি জ্বালিয়ে তাদের হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রজ্ববৈলিত মোমবাতি হাতে নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এছাড়াও জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানানো হয়।

পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালিয়ে নির্বিচারে আমার ভাইদেরকে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে। আমাদের শহীদ ভাইদের জন্যই আমরা স্বৈরাচারী সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি। যতদিন এই বাংলা রবে ততদিন আমরা তাদের স্মরণ করবো।

এছাড়াও সরকার পতনের পর থেকেই বিভিন্ন ইউনিয়নে যাতে কোনো কূচক্রী মহল কোনো প্রকার সহিংসতা, রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি ও সংখ‍্যালঘুদের উপর হামলা এবং মন্দির ভাঙচুর করতে না পারে সেদিক থেকে বিশেষ ভূমিকা পালন করে আসছে বলেন শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫