• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:২৯:১১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

১২ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫০:৫৮

সৈয়দপুরে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়

নীলফামারী প্রতিনিধি: চলমান রাজনৈতিক পরিস্থিতিতে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে সৃষ্ট আশঙ্কা নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সনাতনধর্মের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করা হয়েছে। ‘নতুন বাংলাদেশ গড়বো’ শিরোনামে নীলফামারীর সৈয়দপুর শহরের খোরাক হোটেলে বিকাল সাড়ে ৫টায় এর আয়োজন করা হয়।

এতে সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমের নেতৃত্বে অংশগ্রহণ করেন শহর আমীর শরফুদ্দীন খান, মিডিয়া বিভাগের নীলফামারী জেলা সহ সভাপতি শাহজাহান আলী মনন, সদস্য জাকির হোসেন, সাহাবাজ উদ্দীন সবুজ, পেশাজীবী পরিষদের সভাপতি ফারহান আলম, সাহিদ শামীম, সামাদ বিন আসলাম ও আসিফ আহমেদ শুভ।

অপরদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সৈয়দপুর উপজেলা সভাপতি অ্যাড. তুষার কান্তি রায়, পৌর সভাপতি সাংবাদিক গোপাল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক টিকেন্দ চন্দ্র রায়, পূজা উদযাপন কমিটির নিজু কুমার আগারওয়ালা, অমিত কুমার আগারওয়ালা, হিন্দু কল্যাণ সমিতির সদস্য কার্তিক কর্মকার, রতন কুমার আগারওয়ালা, নিহাররঞ্জন দাস, মনোজ গোস্বামী প্রমুখ।

হিন্দু নেতৃবৃন্দ বলেন, সৈয়দপুরে কোথাও হিন্দু ধর্মাবলম্বীদের পরিবার বা মন্দিরে কোনো প্রকার হামলার ঘটনা ঘটেনি। তবে উপজেলার চান্দিয়ার ব্রিজ সংলগ্ন মন্দিরে স্থানীয় সমস্যা সংক্রান্ত এবং সৈয়দপুর শহরে সাংবাদিক নিজু কুমার আগারওয়ালার বাসায় হামলা করেছিল কিছু দুর্বৃত্ত। এসব কোন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পক্ষ থেকে না হলেও একারণে হিন্দুদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করছে।

আমরাও চাই একটা সৌভ্রাত্বিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠুক। এজন্য এই স্বাধীনতার সুফল পেতে আমরাও সহযোগী হতে চাই। ইতোপূর্বে সকল সরকারই সংখ্যালঘুদের নিয়ে স্বার্থবাদী রাজনীতি করেছে। এর ফলে আমাদের সংগঠনগুলো বিভক্ত হয়ে দলীয় লেজুড়বৃত্তি করেছে। যা কোনভাবেই ঠিক হয়নি। একারণে আমরা সরকার পরিবর্তন হলেই প্রতিপক্ষের রোষানলে পড়ি। এজন্য আমরাই দায়ী। তবে আগামীতে আমরা এর থেকে পরিত্রাণ চাই। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫