বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থী ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলা, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা।
১১ আগস্ট রোববার বিকাল ৫টার দিকে তারা বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যদের হাতে ফুলের তোড়া তেরা দিয়ে সারা দেশের পুলিশ সদস্যদের রাষ্ট্রের প্রয়োজনে দায়িত্ব পালনের অনুরোধ জানান।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ভলান্টিয়ার ফর বাংলাদশ বরগুনা জেলার সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার সভাপতি মো. খাইরুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও থানায় তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে এ জন্য আমরা অনুরোধ করতে এসেছি। যারা থানায় ফিরেছেন তাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেওয়া হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন, ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনা জেলার কোষাধ্যক্ষ তাকওয়া তারিন নুপুর, সদস্য মো. ইমরান হোসেন, মো. সুমন মিয়া, মো. আরিফুল ইসলাম মান্না, মো. মাঈনুল ইসলাম তন্ময়, মো. সাইফুল ইসলাম রিয়াজ প্রমুখ।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘উৎসাহ যোগাতে শিক্ষার্থী ও সেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাই। তারা সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করেছেন। তাদেরও পড়ার টেবিলে ফিরতে এবং আমরাও সবাই কর্মস্থলে ফিরতে চাই। তাই আংশিক হলেও আমাদের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সব পুলিশ সদস্যই আবারও জনকল্যাণে নিজ নিজ কর্মস্থলে কাজ শুরু করবেন।’
শিক্ষার্থী ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ বরগুনার সেচ্ছাসেবকরা থানা ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদারের সাথে আইনশৃঙ্খলা ও বেতাগী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সহযোগিতা করার জন্য সাক্ষাৎ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available