তানভীর আহাম্মেদ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে চাঞ্চল্যকর মিজান হত্যা মামলার এক পালাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন পালাতক থাকা প্রধান আসামী আরিফ হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র্যাব-১৩।
আরিফ দিনাজপুর সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের তিন নং ওয়ার্ড দাঁড়াইল গ্রামের রজব আলীর ছেলে। সে চাঞ্চল্যকর এ হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী।
র্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত অবস্থায় মিজানকে (৪৩) খুন হয়। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দিনাজপুর সদর কোতোয়ালি থানায় মামলা করেন। খুন হওয়ার পর বিষয়টি বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
এ হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি আরিফ হোসেন ঘটনার পর থেকেই পলাতক থাকে। মামলার তদন্তকারী অফিসার তার নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত তার নামে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
দীর্ঘদিন পলাতক থাকা আসামিকে গ্রেফতারে সিপিসি-১, দিনাজপুরে ছায়া তদন্ত শুরু করেন। এরই প্রেক্ষিতে র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানি-১, দিনাজপুরে আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available