নরসিংদী প্রতিনিধি: বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটপাট, নির্যাতন বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী সনাতন ধর্মাবলীদের বিভিন্ন সংগঠন।
১১ আগস্ট রোববার বিকেল ৫টার দিকে পৌরসভা মোড় এলাকায় সড়কে বসে স্লোগান দেয় সম্প্রদায়ের তরুণ-যুবক বৃদ্ধ নারীসহ সকলে। হাতে ছিল আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়বো না লিখা প্লেকার্ড মুখে প্রতিবাদী শ্লোগান।
এরপর নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু মহাজোটসহ বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের সংগঠনসহ বিপুল সংখ্যক নারী পুরুষসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এতে বক্তব্য রাখেন নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাসসহ বিভিন্ন হিন্দু সংঘ গঠনের নেতৃবৃন্দরা।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দির ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুটপাট হত্যা হামলাসহ বিভিন্নভাবে নির্যাতন চালানো হচ্ছে। একটি স্বাধীন দেশে এরকম চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন করতে হিন্দু ধর্মাবলীর অসংখ্য মানুষ জীবন দিয়েছে। আমরা স্বাধীনভাবে সবকিছু নিয়ে বাঁচতে চাই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available