দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ছাত্র আন্দোলনে ভোলায় নিহতদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
১২ আগস্ট সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ভোলার দৌলতখানের রিয়াজ, শাহীন ও নাহিদের কবর জিয়ারত করেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে এক সভায় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, সংঘাত এড়িয়ে আমাদেরকে এখন দেশ উন্নয়নে সবাই এক যোগে কাজ করতে হবে। আপনারা কোনোরকম ভাঙচুর অগ্নিসংযোগসহ এসব ঘটনার সঙ্গে জড়িত হবেন না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ কোনো প্রকার সংঘাত করা যাবে না, কোনো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না। তার নির্দেশ আপনাদেরকে মেনে চলতে হবে।
এসময় তিনি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ হাফিজ ইব্রাহীমের প্রশংসা করেন।
এসময় বিএনপির বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুস রহমান, দৌলতখান উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজামউদ্দিন ভুঁইয়া, পৌর বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন কাকন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী কামাল, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু হেনা রিয়াজ, সাবেক যুবদল নেতা জুয়েল মাহমুদ জুলু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available