• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৯:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙ্গুড়া থানা পুলিশের কার্যক্রম শুরু, টহলে রয়েছে সেনাবাহিনী

১৩ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪০:৩৪

ভাঙ্গুড়া থানা পুলিশের কার্যক্রম শুরু, টহলে রয়েছে সেনাবাহিনী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনা জেলার ভাঙ্গুড়ায় থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। ১৩ আগস্ট মঙ্গলবার বেলা ১১টার দিকে দীর্ঘ আট দিন বন্ধ থাকার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হকের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী টহল দিতে দেখা য়ায়। টহল শেষে তারা থানার ভিতরে প্রবেশ করে।

তীব্র শিক্ষার্থী আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ। এতে সারাদেশের ন্যায় আটঘরিয়া থানা পুলিশকেও মাঠে দেখা যায়নি। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বৃহস্পতিবারের মধ্যে পুলিশের সব সদস্যকে কাজে ফেরার নির্দেশ দিয়েছেন।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘাত ও সহিংসতায় বেশিরভাগ থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ৪২ জনের মতো পুলিশ সদস্য নিহত ও অনেকে আহত হন।

এছাড়া পুলিশের গুলিতে কয়েকশ সাধারণ মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্যে ৫ আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপরে থানাগুলো পুরোপুরি পুলিশ শূন্য হয়ে পড়ে।

কর্মবিরতির ঘোষণা প্রত্যাহার হওয়ার পর সোমবার সকালে ভাঙ্গুড়া থানার সকল অফিসার-ফোর্স থানায় পুরোদমে তাদের নিজ নিজ দায়িত্ব পালন শুরু করে। এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার।

বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিক মাহমুদ, সহকারী কমিশনার ভূমি ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তাসমিয়া আক্তার রোজী ভাঙ্গুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক, উপজেলা ব্যবসায়ী সমিতি, উপজেলা পূজা উৎযাপন কমিটি, আনসার কমান্ডার এবং উপজেলা ছাত্র সমাজ বৈঠকে উপস্থিত ছিলেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, সকল অফিসার-ফোর্স থানায় ছিলেন। সোমবার সকাল থেকে আমরা পুরোদমে থানার সকল কার্যক্রম শুরু করেছি। পুলিশ নিরপেক্ষ থেকে জনগণের বন্ধু  হয়ে কাজ করতে চাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০