প্রতিনিধি পঞ্চগড়: পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলায় দেয়ালে দেয়ালে শিল্পকর্ম আঁকছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ‘বল বীর বল উন্নত মম শির,’ ‘যাও পাখি যাও উড়ে,’ এমন নানান প্রতিবাদী উক্তি আর বিভিন্ন চিত্রশৈলীতে বর্ণিল হয়ে উঠেছে পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা।
আজ তেতুলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তেতুলিয়া উপজেলার নওশীন আনান নোভা, ফারহানা সুধা, আফিয়া ইবনাত ইভা, ফারিয়া ইরসাজ কানন, ওয়াফিয়া জাহিন, সাদমান সাজিদ মনিরুজ্জামান সোহাগসহ আরো অনেকে নেতৃত্ব দেন।
তেতুলিয়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের ৫০ থেকে ৬০টি ছেলে-মেয়ে বিভিন্ন এলাকার দেয়ালে আঁকাআঁকির কাজ করছেন। এমন দৃষ্টিনন্দন গ্রাফিতিতে চোখ জুড়ে যায় এই উপজেলায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, প্রতিটি দেয়ালকে সুন্দরভাবে সাজাতে এই শিল্পকর্মের কাজগুলো চলছে। নান্দনিকভাবে দেয়ালগুলো রাঙানো হচ্ছে। দেয়াল রাঙানোর জন্য আমাদের শিক্ষার্থীরা নিজেরা রঙতুলি নিয়ে এখানে আসছেন।
শিক্ষার্থীরা আরও বলন, দেশটাকে আমরা রঙিন করে সাজাতে চাই। তরুণদের বীরত্বগাঁথা দিয়ে ভরে ফেলতে চাই দেয়ালগুলো। উপজেলার বিভিন্ন জায়গায় আমরা একসঙ্গে কাজ করছি, শহরের বিভিন্ন জায়গায় দেয়ালে গ্রাফিতির মাধ্যমে বার্তা পৌঁছে দিতে চাচ্ছি সবার কাছে, দেশটাকে যেন নতুনভাবে পরিচালিত করতে পারি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available