• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৭:৪৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা আশ্বিন ১৪৩১ রাত ০১:০৭:৪৬ (17-Sep-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

খোকসায় আমন ধান রোপণে ব্যস্ত চাষিরা

১৪ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫২:২৭

খোকসায় আমন ধান রোপণে ব্যস্ত চাষিরা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: চলতি রোপা আমন মৌসুম শুরু হওয়ায় জমি প্রস্তুত, চাষাবাদ এবং ধানের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার কৃষকরা। গেলো আমন মৌসুমে বাম্পার ফলন হওয়ায় এবং বাজারদর ভালো থাকায় কৃষকেরা আমন চাষে আগ্রহী হয়েছেন। স্থানীয় কৃষি বিভাগ বলছে, ভালো ফলনের জন্য কৃষকদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে।

স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার খোকসা উপজেলায় ৬ হাজার ৭২৫ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে রোপা আমন চাষে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। অধিক ফলনের আশায় এ অঞ্চলের কৃষকরা এবার স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল ধানের চারা রোপণ করছেন। এসব জাতের মধ্যে রয়েছে স্বর্ণা-৫, গুটি স্বর্ণা, বিআর ১১, ব্রিধান ৩৩, ব্রিধান ৫১, ৫২ ও বিনা-৭সহ উফশী জাতের ধানের চারা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, কোনো কোনো স্থানে পাওয়ার টিলার ছাড়াও কৃষকরা নিজেই মই টেনে জমি সমান করছেন। আবার কোথাও আমন ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা। অন্যদিকে সারিবদ্ধ হয়ে জমিতে চারা রোপণ করছেন চাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে বিঘা প্রতি ২০ থেকে ২৫ মন ধান ফলনের আশা তাদের।

কৃষকরা বলছেন, সার ও তেলের দাম বৃদ্ধির সাথে সাথে বেড়েছে উৎপাদন খরচ। আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে ধানের ন্যায্য মূল্যে দাবি তাদের।

উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের কৃষক সাবু, মোতালেব, কামরুলসহ অনেকেই বলেন, আমাদের এলাকার জমিগুলোতে বছরে তিন ধরনের ফসল আবাদ হয়ে থাকে। আমরা পাট কাটার আগেই, পাটের মধ্য দিয়ে ধানের বীজ বপন করেছি। আবার কিছু জমিতে পাট কাটার পরে ধানের চারা রোপণ করছি। আগামী ৪-৫ দিনের মধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। যদি আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকে তাহলে এ বছর ধানের ফলন ভালো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা বলেন, স্বল্প জীবন কালের আমন ধান উৎপাদনে কৃষকদের লাভবান করতে সব ধরনের সহায়তা করা হচ্ছে। এছাড়াও আমন চাষে উদ্বুদ্ধ করতে চলতি আমন মৌসুমে উপজেলার ৭৩০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধনবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৯:১২:২০


পদ্মায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের হিড়িক
১৬ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:২৮:৫০