কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৩ আগস্ট মঙ্গলবার গভীর রাতেও পৃথক এ হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, পরিকল্পনা করে সংঘবদ্ধ একটি দুষ্কৃতিকারীর দল দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ও তার ছোট ভাই সুমনের শান্ত পাড়ার বাড়ি এবং কৈবর্তপাড়া এলাকায় ফয়সালের মালিকানাধীন একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।
হামলা প্রসঙ্গে ভুক্তভোগী ফয়সাল আলী জানান, কৈবর্ত পাড়া এলাকায় আমার ইন্টারনেট ও নির্মাণ সামগ্রী ব্যবসা রয়েছে। রাতে দোকান বন্ধ করে বাসায় আসার পর, আমার ব্যবসা দখল করার জন্য এই হামলা চালানো হয়েছে। এ সময় হামলাকারীরা আমার প্রতিষ্ঠানের ক্যাশ বাক্স ভেঙে দেড় লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে।হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় থানা পুলিশে কোন অভিযোগ করতে পারিনি, এমন কি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক সুমনের এক ঘনিষ্ঠ বন্ধু জানান, রাতে ইকবাল চেয়ারম্যানের বাড়ি, তার ছোট ভাই সুমনের বাড়ি ও চাচাতো ভাই বাসের মিয়ার বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় তাদের বাড়িতে এই হামলা ও লুটপাট করা হয়েছে।
হামলা প্রসঙ্গে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, গতকাল রাতে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে, এটা লোক মারফত ফোনে জানতে পেরেছি। তবে কেউ এখনো পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available