• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৩:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৩:১২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

স্থানীয় জনগণের সাথে আমাদের সম্পর্ক সবসময় সৌহাদ্যপূর্ণ: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

৩০ মার্চ ২০২৩ সকাল ১১:২৯:১৪

স্থানীয় জনগণের সাথে আমাদের সম্পর্ক সবসময় সৌহাদ্যপূর্ণ: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার

বিপ্লব তালুকদার, (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ড. মহিউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে রয়েছেন। বিভিন্ন সমস্যার কারণে সেনাবাহিনী এখানে দায়িত্ব পালন করছে। বিভিন্ন ধরণের দায়িত্বের মধ্যে সরকারকে সহযোগিতা করা একটি বড় দায়িত্ব।

২৯ মার্চ বুধবার বিকেলে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের আয়োজনে খাগড়াছড়ি জেলা শহরে মিলনপুরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ত্রিপুরা জনগোষ্ঠীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বলেন, এই এলাকার সমস্যা নিরসনে সরকার চুক্তি করেছে। সেই চুক্তি বাস্তবায়নে সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের মূল দায়িত্ব হচ্ছে  আপনাদের শান্তি ও নিরাপত্তা দেয়া। আমাদের দায়িত্বের ক্ষেত্রে  মূল টার্গেট সন্ত্রাসী দমন করা।

তিনি বলেন, স্থানীয় জনগণের সাথে আমাদের সম্পর্ক সবসময় সৌহাদ্যপূর্ণ, সম্প্রীতি এবং বন্ধুত্বপূর্ণ থাকবে। নিরাপত্তার দায়িত্ব উন্নয়ন মূলক আমাদের কিছু দায়িত্ব থাকে। সমাজসেবা মূলক কিছু দায়িত্ব যেমন- শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও সেনাবাহিনী সম্পৃক্ততা থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তা করে থাকে।

রিজিয়ন কমান্ডার আরও বলেন, আমরা জানি, পাহাড় সমতলের মতো নয়। এখানে ভূমির কারণে সুযোগ সুবিধা সবার কাছে সমানভাবে পৌঁছায় না। সরকারের আন্তরিকতা আছে,কিন্তু চাইলেও সুযোগ সুবিধা একসাথে  পৌঁছাতে পারে না। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটও এ রকম যে সরকারের আন্তরিকতার থাকা সত্ত্বেও সবাই সমানভাবে উন্নয়নের সুযোগ সুবিধা পাচ্ছে না।

ড. মহিউদ্দিন আহমেদ বলেন, সেনাবাহিনীর দায়িত্বের অংশ হিসেবে আমরা দুর্গম এলাকাতে থাকি। ফলে সরকারের সুফলতাকে আমরা চেষ্টা করি যতদূর সম্ভব মানুষের কাছে পৌঁছে দিতে। স্থানীয় জনগণের কল্যাণের জন্য সেনাবাহিনীর অবদান যেমন অতীতেও ছিলো তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজন সবার সহযোগিতা। কোনও কাজ একা করার সম্ভব নয়। কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

আয়োজিত সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা।

আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয় প্রকাশ ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা হেমদা রঞ্জন ত্রিপুরা।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই জাহিদ হাসান, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক প্রভাংশু ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সাবেক সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, মনীন্দ্র কিশোর ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র লাল রোয়াজা, পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা , রোকেয়া পদকপ্রাপ্ত লেখক শোভা রানী ত্রিপুরা, কল্যাণ সংসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিবিসুৎ ত্রিপুরা (সুকান্ত), সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা (মিঠু), সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, দপ্তর সম্পাদক প্রমোদ বিকাশ ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক খগেন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, আইন,বিচার ও ভূমি বিরোধ বিষয়ক সম্পাদক সনজীব ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, গোলাবাড়ি ইউপির চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, খাগড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জ্ঞানদত্ত ত্রিপুরা, থাইল্যান্ডের এআইপিপি কো-অর্ডিনেটর চারু বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নবলেশ্বর দেওয়ান লায়ন, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক অঞ্জু লাল ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক দহেন বিকাশ ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক টিটু ত্রিপুরা প্রমুখ।

অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের নেতৃবৃন্দের নিকট আসন্ন বৈসু উৎসবের জন্য নগদ ১লক্ষ টাকার চেক প্রদান করেন।  উন্নতমানের সাউন্ড সিস্টেম এবং ১০০টি রাবার চেয়ার উপহার স্বরূপ দেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল ড. মহিউদ্দিন আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫