• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই কার্তিক ১৪৩১ বিকাল ০৪:৪৭:১৮ (22-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি

১৪ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৭:৩৯:০২

গণহত্যাকারীদের বিচারের দাবিতে খুলনায় বিএনপির অবস্থান কর্মসূচি

খুলনা ব্যুরো: গণহত্যাকারীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বুধবার দুপুরে মহানগর ও জেলা বিএনপি এবং মহানগরের উদ্যোগে নগরীর বিভিন্ন থানায় অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অবস্থান কর্মসূচি প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এ সময় তিনি বলেন, অবিলম্বে শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করতে হবে। হাজার হাজার ছাত্র-জনতাকে গণহত্যা, ইলিয়াস আলীসহ হাজার হাজার মানুষকে গুমের অভিযোগে শেখ হাসিনা ও তার দোসরদের ফঁসি কার্যকর করতে হবে।

হেলাল বলেন, ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট পালিয়ে যাওয়া জুলাই গণহত্যার অভিযুক্ত খুনি শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করতে হবে। ভারতের সাথে বন্দিবিনিময় শর্তে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে। আগস্ট মাসে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি। অনেক ত্যাগ আর হাজারো ছাত্র-জনতার জীবনের বিনিময় অর্জিত বিজয় নস্যাৎ করতে একটিমহল অপতৎপরতা শুরু করেছে। অপতৎপরতাকারীরা বিভিন্ন জায়গা হামলা, ভাঙচুর ও লুটপাটে ব্যস্ত রয়েছে। ১৭ বছরের বিদায়ী লুটেরা সরকারের অনুসারীরা বিশৃঙ্খলার করছে, অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির অবস্থান দৃঢ়। বিএনপি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয়। যারা সন্ত্রাসী লুটপাট ও দখল করছে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ফকিরহাট ভোররাতে গনি মঞ্জিলে চুরি
২২ অক্টোবর ২০২৪ বিকাল ০৩:২০:১৮