• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৭:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ রাত ০৯:৪৭:৪২ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফকিরহাটে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময়

১৫ আগস্ট ২০২৪ দুপুর ০১:৪১:১৪

ফকিরহাটে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময়

বাগেরহাট (পশ্চিম) প্রতিনিধি: সরকার পরিবর্তনের পর জানমালের নিরাপত্তা নিশ্চিতকরণের অংশ হিসেবে সার্বিক বিষয় নিয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দসহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেছেন ২৮ পদাতিক বরিশাল সেনানিবাসের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনাস।

১৫ আগস্ট বৃহস্পতিবার বেলা ১১টায় ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দির চত্বরে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এদিন কর্মকর্তাগণ বিভিন্ন মন্দিরসহ এলাকায় এলাকায় পরিদর্শণ ও সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

এছাড়া, বাগেরহাট জেলা পুলিশ সুপার আবুল হাসনাত খান (পিপিএম), উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ ওয়াহিদুজ্জামান বাবু, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ রায় কেষ্ট, সাধারণ সম্পাদক সুমন ধর, হিন্দু-বৌদ্ধ-খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি মরারী মোহন পাল, ফকিরহাট কেন্দ্রীয় কালি মন্দিরের সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রশান্ত মোদক বাবু, কোষাধ্যক্ষ অশোক কুমার ঘোষ, বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জোবায়ের হাসনা মতবিনিময়ে বলেন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সরকার পরিবর্তন হয়েছে। তাই হামলা ভাঙচুর রক্ষা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহবান রইল। কোথাও কেউ কোন প্রকার ঝামেলা ও অরাজকতা করবেন না। সকলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।

তিনি আরও বলেন, এখন ধীরে ধীরে সব ঠিক হয়ে আসছে। সংখ্যালঘু ও তাদের উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। অগ্নিসংযোগ, লুটপাট, জমিদখল নিয়ন্ত্রণে আসছে। চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন এবং হাট-বাজার দখল করলে সাথে সাথে সেনাবাহিনী কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেবেন। একাজে আপনাদের সহযোগিতা কামনা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
২১ নভেম্বর ২০২৪ রাত ০৮:০৫:৩৩