• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৫৬:২৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাজিদ হত্যাকারীদের কঠোর শাস্তি হবে: প্রযুক্তি উপদেষ্টা

১৫ আগস্ট ২০২৪ দুপুর ০২:৫১:৪৪

সাজিদ হত্যাকারীদের কঠোর শাস্তি হবে: প্রযুক্তি উপদেষ্টা

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা সাধারণ ছাত্র ও জনসাধারণকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বিলকুকডি গ্রামের নিহত সাজিদের জানাজায় অংশ নিতে এসে স্বজনদের সান্ত্বনা প্রদান ও সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ হাসান বলেন, আজ সাজিদের আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। সাজিদদের এই আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কোনোদিন ভুলবে না। তারা দেশের জন্য জীবন দিয়েছে। আজ থেকে সাজিদের পরিবারের সকল দায়িত্ব আমি নিলাম।

উপদেষ্টা পরে সাজিদের জানাজায় অংশ নেন। জানাজার নামাজ শেষে শহিদ সাজিদের মরদেহ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এতে আন্দোলনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী অংশ নেন।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ ৪ আগস্ট ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে আহত হন। পরে ১৪ আগস্ট ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫