• ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৩:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২১শে চৈত্র ১৪৩১ সকাল ০৮:২৩:১৩ (04-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

১৫ আগস্ট ২০২৪ বিকাল ০৪:২৮:৩১

শেখ হাসিনার বিচারের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি: ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করে গণহত্যার সরাসরি নির্দেশদাতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুনহাট গিয়ে শেষ হয়। সদর থানা বিএনপির আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মাদাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম, চকবরকত ইউপির সভাপতি আলমগীর হোসেন মাস্টার, আমদই ইউপির সভাপতি গোলাম রব্বানী চৌধুরী, বম্বু ইউপির সভাপতি ফিরোজ মন্ডল, ভাদসা ইউপির সভাপতি সার্জেন্ট ফরিদ, জামালপুর ইউপির সভাপতি মোফাজ্জল হোসেন, পুরানাপৈল ইউপির সাধারণ সম্পাদক মাহবুব, দোগাছী ইউপির সাধারণ সম্পাদক বকুল হোসেন প্রমুখ।

এসময় জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জাহেদা কামাল, সাংগঠনিক সম্পাদক বনি রব্বানীর নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মী ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অপর দিকে ৪ দফা দাবিতে ‘রেজিস্ট্যাস উইক’ কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে রোড মার্চ পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দৌলতদিয়ায় মাদকসহ গ্রেফতার ১
৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৩:৩২




পাবনায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
৩ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৬:৪৫:৪১