• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪২:০৯ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-ছেলে নিহত

১৫ আগস্ট ২০২৪ বিকাল ০৪:৩৯:১৪

কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মা-ছেলে নিহত

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে এক গৃহবধূ ও তাঁর দেড় বছরের ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলের চালক ওই গৃহবধূর স্বামী। ১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ থানা এলাকার মল্লিকা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মরিয়াম আক্তার (২২) ও তাঁর ছেলে আলভি। আহত হয়েছেন ইয়াছিন মিয়া (২৮)। তাঁদের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার আভাসপুর গ্রামে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া জানান, আজ দুপুরে ইয়াছিন মিয়া তাঁর বোনের বাড়ি সদর দক্ষিণ উপজেলার রতনপুর থেকে মোটরসাইকেল করে স্ত্রী–সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। বেলা একটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সদর দক্ষিণ থানা এলাকায় মল্লিকা সিএনজি পাম্পের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় সড়কে ছিটকে পড়েন মরিয়াম ও তাঁর ছেলে। ঘটনাস্থলে তাঁরা দুজন নিহত হয়। স্থানীয় লোকজন ইয়াছিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

খবর পেয়ে সদর দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। তাই ময়নামতি হাইওয়ে থানাকে বিষয়টি জানানো হয়েছে। হাইওয়ে পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ‘পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়েছি। মরদেহের সুরতহাল করে থানায় আনা হবে। নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫