• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪২:৪৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

১৫ আগস্ট ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:৪৩

আশুলিয়ায় বিএনপির অবস্থান কর্মসূচি

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি: ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দোষিদের বিচারের দাবিতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার আশুলিয়ায় বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি করেছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এসব অবস্থান কর্মসূচিতে যোগ দেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।

এদিকে শিমুলিয়া ইউনিয়নে অবস্থান কর্মসূচিতে অবস্থান নেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান আতাল, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুন, সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেনের, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান মিন্টু, সহ-সভাপতি গালিব মো. ফজলে রাব্বী, আমজাত হোসেন বুলবুল সদস্য, শাহ আলম জিয়া পরিষদ, যুবদলের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন মানিক, ইব্রাহীম খলিল, সেচ্ছাসেবক দলের আবু সামা, ইমরান হোসেন ও সাগর এছাড়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সাবেক সাংসদ ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু বলেন, ছাত্র-জনতার জন্যই বাংলাদেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতা লাভ করেছে। তবে, এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে অকালে ঝড়ে গেছে অসংখ্য তাজা প্রাণ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালানো হয়। এজন্য শেখ হাসিনাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই। এছাড়া এই অঞ্চলে কোনো প্রকার নাশকতা যেন না ঘটতে পারে, এই জন্য তিনি নেতাকর্মীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০