কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কারাগার থেকে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলায় আটক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন জামিনে মুক্ত হয়েছে।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হয়ে বেরিয়ে আসেন।
এর আগে বেলা সাড়ে ১২টায় সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত তার জামিন আবেদন মঞ্জুর হয়।
মোহাম্মদপুর ও তেজগাঁও থানার আটটি মামলায় তিনি কুমিল্লা জেলা কারাগারে বন্দি ছিলেন। সর্বশেষ ২০২২ সালের ১১ এপ্রিল তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।
ধানমন্ডি ৪ নম্বর রোডের ৩৯ নম্বর বাড়িতে বসবাসরত ডাক্তার মল্লিক আব্দুল্লাহর ছেলে সানজিদুল ইসলাম ইমন আলোচিত চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রামস ক্লাবের নিচে গুলিতে নিহত হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এরপর থেকেই আন্ডারওয়ার্ল্ডে আলোচিত হয়ে ওঠে ইমন। নিজের ঘনিষ্ঠ সহযোগী পাং বাবুসহ একাধিক হত্যাকাণ্ডের পর ২০০৪ সালে র্যাবের ধাওয়া খেয়ে কলকাতায় পালিয়ে যায় ইমন। ঢাকায় এক ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা চাঁদা চাওয়ার পর ফোনের সূত্র ধরে বাংলাদেশের সিআইডি পুলিশ কলকাতা পুলিশকে বিষয়টি জানালে ২০০৭ সালের ৮ ডিসেম্বর কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি ফ্লাট থেকে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ২০০৮ সালের ৭ মার্চ কলকাতা পুলিশ ইমনকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। সেই থেকেই কারাগারে আছেন পুলিশের তালিকায় ইমন। এর আগেও কলকাতা পুলিশ ২০০১ সালের ৩০ জুন অবৈধ অনুপ্রবেশের দায়ে ইমনকে স্ত্রীসহ গ্রেফতার করেছিল। এতে ইমনের ছয় মাসের জেল হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available