পঞ্চগড় প্রতিনিধি: মুরগীর খামারের খাবার চুরির দায়ে কাজ থেকে বাদ দেয়া হয় ৪ শ্রমিককে। সেই থেকে কাপড় ব্যবসায়ী সেলিম শেখের উপর ক্ষিপ্ত হন তারা। এক পর্যায়ে ১৪ আগস্ট বুধবার রাতে তার বাসায় যান ওই ৪ শ্রমিক। তবে তাকে বাসায় না পেয়ে তার স্ত্রী, দুই ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করেন তারা।
১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপারের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ এস এম সিরাজুল হুদা।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত নবিন ইসলাম জাহিদ (২৮) নামে এক যুবককে ঘটনাস্থল থেকে কিছু দূরে তার চাচা দেলোয়ার হোসেনের বাড়ি থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করে আটোয়ারী থানা পুলিশ। এছাড়া রিমন ইসলাম (৩০)কে বৃহস্পতিবার দুপুরে বোদা পৌরসভার টিএনটি মোড়া এলাকা থেকে গ্রেফতার করে বোদা থানা পুলিশ। পরে জাহিদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে নিয়ে অভিযানে বের হয় আটোয়ারী থানা পুলিশ। পরে ঘটনাস্থলের কিছু দূরে আজিজুল ইসলামের বাশঁ ঝাড় থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ধারালো ছুরি, বটি উদ্ধার করা হয়। তবে হত্যাকাণ্ডে জড়িত অপর দুই আসামী পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এঘটনায় কাপড় ব্যবসায়ী সেলিম শেখ বাদী হয়ে বৃহস্পতিবার সকালে আটোয়ারী থানায় ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন, পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পশ্চিম সাতখামার এলাকার ফজলার রহমানের ছেলে গ্রেফতার হওয়া নবিন ইসলাম জাহিদ (২৮), বোদা পৌরসভার ইসলামবাগ (মোসলেমপুর) এলাকার শফিউর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান বাধন (২৭), নগরকুমারী এলাকার নওশাদ আলীর ছেলে রিমন ইসলাম (৩০), ইসলামবাগ (কলেজপাড়া) এলাকার সলিম উদ্দীনের ছেলে রিফাত (৩২)।
সংবাদ সম্মেলনে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার রায়, আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) শাহীনুর রহমান তালুকদারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যেমের কর্মীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available