• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৩৬:১৭ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ১

১৬ আগস্ট ২০২৪ সকাল ০৯:৫৭:২৭

ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ, আহত ১

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী কর্তৃক আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এসময় ১টি ইজিবাইক ও দুটি মোটর সাইকেল ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

১৫ আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রূপপুর উচ্চ বালক বিদ্যালয় সংলগ্ন স'মিলের সামনে গোলাগুলি, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত হন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের নেতা মো. সজল (২৫)। তিনি উপজেলার পৌরসভার ভেলুপাড়া এলাকার মো. শফি প্রামানিকের ছেলে। বর্তমানে তিনি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  নতুন রূপপুর এলাকার যুবনেতা সচীন হত্যার ঘটনায় কোনো প্রকার সংশ্লিষ্টতা না থাকার পরও কেবলমাত্র মতবিরোধের জেরধরে সাহাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল হোসেনকে মামলায় আসামি করায় এলাকাবাসীর মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। তারই ধারাবাহিকতায় অনতিবিলম্বে রাসেলের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রতাহারের দাবিতে এলাকাবাসী ঝাড়ু মিছিল নিয়ে সাহাপুর জিগাতলা মোড় থেকে নতুন রূপপুর সচীনের বাড়ীর অভিমুখে রওনা হলে মিছিলকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন একাধিক ডাকাতি মামলার চিন্হিত আসামি তানভীর হাসান শুমন নবী অরফে ডাকাত নবী, দাদা সজীব ওরফে ডাকাত সজীব গং। তাদের গুলিতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে তানভির গং বিক্ষোভকারীদের দুটি মোটর সাইকেল ও একটি ইজিবাইক ভাংচুর করেন। পরে মোটর সাইকেল দুটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেন।

ঈশ্বরদী থানার পরিদর্শক (ওসি তদন্ত)  মনিরুল ইসলাম বলেন, বিক্ষোভ মিছিলে গুলিবর্ষণের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০