নীলফামারী প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে সৃষ্ট গণ অভ্যুত্থানে ঢাকায় পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী শহীদ রেজওয়ানুজ্জামান নাঈমের পরিবারে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম।
১৫ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে জেলার কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামে শহীদ নাঈমের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর পরিবারের হাতে এই সহায়তা পৌঁছে দেন বিলকিস ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, রনচন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান জুয়েল, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতাসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মীবৃন্দ।
এর আগে বিলকিস ইসলামসহ বিএনপির নেতৃবৃন্দ সোনাকুড়ী শহীদ নাঈমের কবর জিয়ারত করেন। শহীদ নাঈমের মামা আনিছুর রহমান জানান, শহীদ নাঈম পিতৃহারা হয়। তার মা অন্যত্র বিয়ে করেছেন। বড় দুই ভাইও বিয়ে করে পৃথক। এতিম ছেলেটি আমার কাছে প্রতিপালিত হয়েছে। সে কোরআনের হেফজ করছিল। কিন্তু আর্থিক অনটনের কারণে অর্ধেক কোরআন হেফজ করেই সে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরিতে যোগ দেয়।
গত ৪ আগস্ট ঢাকা সাভারের আশুলিয়া বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে আসরের নামাজের পর সে অংশগ্রহণ করে। এসময় পুলিশ গুলি চালালে সে গুলিবিদ্ধ হয়। তাকে প্রথমে বাইপাইল হাসপাতালে এবং অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট রাত ২টায় সে মৃত্যুবরণ করে। পরে ৮ আগস্ট বাড়ি এনে দাফন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available