কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামে গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের জেরে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মাঝে ১৬ আগস্ট শুক্রবার সকাল ৯টায় বাকবিতণ্ডা সৃষ্টি হয়।
বাকবিতণ্ডার এক পর্যায়ে ইউপি সদস্য আমির হোসেনের নেতৃত্বে বিএনপির সমর্থকদের উপর হামলা চালানো হয়। এ সময় সিদ্দিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। নিহত সিদ্দিকুর রহমান ঐ এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগের অফিস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সমাধানের আশ্বাসে শুক্রবার সালিশি বৈঠকের আয়োজন করে স্থানীয়রা। ঐ সালিশি বৈঠকে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলে একজন নিহত হন।
এছাড়াও এ ঘটনায় আরো ১০ জন আহতসহ দুই জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে সেনাবাহিনী ও পুলিশ।
দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া জানান, সাইচাপাড়া গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available