• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৯:৩৪ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

১৮ আগস্ট ২০২৪ সকাল ০৯:২৮:১৩

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদ ছাড়লেন চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) মো. মশিউর রহমান।

১৭ আগস্ট শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা ইনস্টিটিউটের সামনে আন্দোলনে নামলে দুপুরে পদত্যাগ করেন তিনি। পরবর্তীতে এই পদে ভারপ্রাপ্ত নার্সিং ইনস্ট্রাক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোসা. আতিয়া বানু। 

নতুন কোথাও পদায়ন না করা পর্যন্ত তিনি এই প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হিসেবে থাকবেন। অধ্যক্ষের পদত্যাগে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা জানান, ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মশিউর রহমান যোগদানের পর থেকেই নানা অনিয়ম-দুর্নীতি করে আসছেন। শিক্ষার্থীদের উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করা, হোস্টেল খাবারে অনিয়ম, ভাউচার বাণিজ্যের মাধ্যমে টাকা লুটসহ নানা অনিয়ম করে আসছেন তিনি। কিন্তু প্রাক্টিক্যাল পরীক্ষায় নম্বর কম দেয়ার ভয় দেখানোয় এতদিন আমরা ভয়ে মুখ খুলতে পারিনি। আর আজ তিনি তার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ায় আমরা খুব খুশি হয়েছি।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম পারভেজ বলেন, নার্সিং ইনস্টিটিউট নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের স্বতন্ত্র একটি প্রতিষ্ঠান। আমরা অধিদপ্তরের উর্দ্ধোতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। তবে যতদিন পূর্নাঙ্গ অধ্যক্ষ (নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ) না আসবেন ততদিন আতিয়া বানু দায়িত্ব পালন করবেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০