জাহিদুল ইসলাম অনিক, সাভার সংবাদদাতা: রাজধানীর উপকন্ঠ সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে ভিজিডি কার্ডের আওতায় ৯০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে ২বস্তা ৬০ কেজি চাল বিতরণ করা হয়েছে। ৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে তেতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনের ৯ টি ওয়ার্ডে সর্বমোট ৯০ জন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ভিজিডি কার্ডের এই চাল বিতরণ করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর।
২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হয়।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানাভাবে আপনাদের সেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ । এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন তাকে সুস্থ রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পলাশ মেম্বার, ইউপি সদস্য নাজমা আফরিন, শাহিনের বেগম, আলমাস, ইউপি সদস্য ফিরোজ কাজল, যুবলীগ, ছাত্রলীগসহ এলকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available