• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৫:৪৫:১৮ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

মং প্রু সেইন শিক্ষাবৃত্তি প্রদান করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন

৩০ মার্চ ২০২৩ সন্ধ্যা ০৬:৩৯:২৩

মং প্রু সেইন শিক্ষাবৃত্তি প্রদান করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন

বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি: ‘গোষ্ঠী-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশ গড়ি, সম্প্রীতির খাগড়াছড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি সেনা রিজিয়নের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মং সার্কেল চিফ মং প্রু সেইনের শিক্ষাবৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে ১শ জন শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

৩০ মার্চ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে এ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রিজিয়নের  রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ড. গোলাম মহিউদ্দিন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আসনের সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা , খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:সহিদুজ্জামান , খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম , খাগড়াছড়ি পৌরসভা  মেয়র নির্মলেন্দু চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জোনের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল হাসনাত, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার (জিটুআই) মেজর মো. জাহিদ হাসান প্রমুখ।

প্রসঙ্গত, মহান মুক্তিযুদ্ধে খাগড়াছড়ির মং সার্কেল চিফ মংপ্রু সেইনের বিরল অবদান রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না পেলেও খাগড়াছড়ি সেনা রিজিয়ন ২০১৮ সালে তার নামে শিক্ষাবৃত্তি চালুর মাধ্যমে স্থানীয়ভাবে স্বীকৃতি প্রদান করে। সে থেকে প্রতি বছর খাগড়াছড়ি সেনা রিজিয়ন সে বৃত্তি দিয়ে আসছে। পাহাড়ে সেনাবাহিনীর এমন মহতি উদ্যোগ চিরদিন উদাহরণ হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫