রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় খালে গরু পার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের নাম মো. আরমান (২২)। তিনি লালানগর ইউনিয়নের চাঁদনগর এলাকার মো. রাজ্জাক আলির ছেলে।
১৭ আগস্ট শনিবার সকাল ১১টার দিকে একই ইউনিয়নের কুরমাই খালে পানির স্রোতে ভেসে যান তিনি। পরে রোববার ১৮ আগস্ট সকাল ১১টার দিকে একই স্থান থেকে যুবকের মরদেহ উদ্ধার করে স্থানীয় লোকজন। এর আগে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার অভিযান চালালেও তাঁরা খু্ঁজে পায়নি।
যুবকের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, আরমান পেশায় একজন শ্রমিক। মাঝে মধ্যে বাবার গরু ও কৃষি কাজে সহায়তা করেন। এদিন রাতভর টানা বৃষ্টির কারণে কুরমাই খালের পানি বেড়ে গিয়েছিল, স্রোতও ছিল বেশি। সকালে আরমানের বাবাসহ গরু পার করার সময় পানিতে তলিয়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে ঘণ্টাখানেক উদ্ধার অভিযান করেও ব্যর্থ হয়। লালানগর ইউপি সদস্য পেয়ারুল ইসলাম বলেন, একই এলাকায় খালের পানি নেমে যাওয়ার পর বালুতে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন লোকজন। পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2024, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available