• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই অগ্রহায়ণ ১৪৩১ বিকাল ০৪:৪৪:২১ (21-Nov-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওরে ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

৩১ মার্চ ২০২৩ সকাল ১১:০১:৫৪

হাওরে ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি

মোজাহিদ সরকার‌‌‌, ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওরে ভুট্টার বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ায় ইটনা উপজেলায় ফলন ভালো হয়েছে। ভুট্টা উত্তোলন, কর্তন, মাড়াই ও সংরক্ষণে দিন-রাত কাজ করছে কৃষক-কৃষাণীরা। এই বছর প্রথমবারের মতো উপজেলায় ভুট্টার ব্যাপক চাষ হয়েছে। বাজারে ভুট্টার দাম ভালো পেলে লাভবান হতে পারবেন বলে মনে করছেন কৃষকরা।

কৃষকদের সাথে কথা বলে জানা গেছে, অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি হওয়ায় হাওরের কৃষকরা দিন দিন ভুট্টা চাষে ঝুঁকছেন। ভুট্টা চাষে কৃষকদের খরচ কম, পরিচর্যাও তেমন লাগে না। তবে সেই তুলনায় লাভও অনেক বেশি। এজন্য কিশোরগঞ্জের হাওরে ভুট্টা চাষে কৃষকদের উৎসাহ বাড়ছে। ফসল সংগ্রহ শেষে গাছগুলো জ্বালানি হিসেবেও ব‌্যবহার করা হয়।

ইটনা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের ৫৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। ইতোমধ্যেই ভুট্টা উত্তোলন করতে শুরু করেছে কৃষকরা। ভুট্টা চাষে দরিদ্র কৃষকেরা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বর্তমান ভুট্টার বাজার মূল্য ১২০০-১৩০০ টাকা প্রতি মণ।

ভূট্টা চাষিরা বলেন, ১ একর জমিতে ভুট্টার চাষ করতে প্রায় ৮-৯ হাজার টাকার বীজ লাগে। জমি চাষ, সেচ ও সার-কীটনাশক বাবদ খরচ হয় আরও ২০ হাজার টাকা। সব মিলিয়ে ১ একর জমিতে ভুট্টার চাষে খরচ প্রায় ৩৩-৩৫ হাজার টাকা। ভুট্টা পাওয়া যায় ৯০-৯৫ মণ। ১ একর ভুট্টা জমিতে লাভ হয় ৬৫ থেকে ৭০ হাজার টাকা।

এ বিষয়ে ইটনা উপজেলা কৃষি অফিসার উজ্জল সাহা জানান, আগের তুলনায় হাওরের কৃষকরা ভুট্টা চাষে বেশি আগ্রহী হয়ে উঠেছেন। আমরা কৃষকদের ভুট্টাসহ বিভিন্ন ফসল চাষে উদ্বুদ্ধ করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সেনাকুঞ্জে পৌঁছেছেন খালেদা জিয়া
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৪:২০:৫২





আলু বীজের চড়া দামে দিশেহারা হাওরের চাষিরা
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৬:৫৫



নতুন সিইসি হলেন সাবেক সচিব নাসির উদ্দীন
২১ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:১১:৫০